গুজব : গুজব যে কিভাবে এবং কতটা তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে , তা সত্যিই আশ্চর্যজনক
আমরা মাঝে সাজেই দেখি, কোনো ঘটনা বা খবর কয়েকজন এর কাছ থেকে কত দ্রুত শহরের সবার কাছে ছড়িয়ে পরে । ব্যাপারটা কি বিস্ময়কর তাই না ?
চলুন দেখি মাথিমেটিক্স এর সাহায্যে কিভাবে এটাকে বিশ্লেষণ করা যায় ।
আমরা মাঝে সাজেই দেখি, কোনো ঘটনা বা খবর কয়েকজন এর কাছ থেকে কত দ্রুত শহরের সবার কাছে ছড়িয়ে পরে । ব্যাপারটা কি বিস্ময়কর তাই না ?
চলুন দেখি মাথিমেটিক্স এর সাহায্যে কিভাবে এটাকে বিশ্লেষণ করা যায় ।
চিত্র: গুজব যেভাবে ছড়ায়
ধরাযাক, প্রথম ব্যাক্তিটি সকাল 10 a.m তে খবরটি জানতে পারলো । সেই ব্যক্তিটি তার ঠিক 15 মিনিট পরে আরো তিন জন কে খবর টি দিলো । এখন এই নতুন তিন জন প্রত্যেকে আরো তিন জনকে খবর টি জানালো । যদি এই ভাবে খবরটি ছড়িয়ে পড়ে, তাহলে দেখাযাক কত সময় লাগে সমস্ত শহরে খবরটি ছড়িয়ে পড়তে ।
10.00 a.m ------------> 1 জন
10.15 a.m ------------> 1+3 জন = 4 জন
10.30 a.m ------------> 4+(3✕3) জন = 13 জন
10.45 a.m ------------> 13+(9✕3) জন = 40 জন
11.00 a.m ------------> 40+(27 ✕3) জন =121জন
সুতরাং দেখা যাচ্ছে মাত্র এক ঘন্টাতে 121 জন জানতে পারলো । এইভাবে চলতে থাকলে দেখা যাবে যে , 12.30 p.m এ 88,843 জন জানতে পারবে । এই পুরো বিষয়টা আসলে নীচের সংখ্যাগুলির যোগফল ।
এই যোগফলটি আসলে কিছু সসীম পদের সমষ্টি এবং গুণোত্তর প্রগতি । সুতরাং তার যোগফল আমরা গুণোত্তর প্রগতির সূত্র ব্যবহার করে নির্ণয় করতে পারবো ।
গুণোত্তর প্রগতির সমষ্টির সূত্র :
আমাদের ক্ষেত্রে , a = 1 এবং r=3 |
10.00 a.m তে n =1, যোগফল = 1-3 ⁄ 1-3 =1;
10.15 a.m তে n=2, যোগফল = 1-3^2 ⁄ 1-3 =4;
10.30 a.m তে n=3, যোগফল = 1-3^3 ⁄ 1-3= 13;
এইভাবে যেকোনো n এর মান বসিয়ে সামষ্ঠি বার করা যাবে । এখন একজন ব্যাক্তি তিনজন এর পরিবর্তে যদি 4 জন , 5 জন বা 10জন কে খবর দেয়, তাহলে খুব সহজেই আমরা মোট সংখ্যাটা বার করতে পারবো ।
---------------------------------------------------
Question 1: আগের অঙ্কটিতে শহরবাসী যদি একসাথে 5 জনকে খবরটি দিতো তাহলে সকাল এগারটাতে কতজন শহরবাসী খবরটি পেতেন ?
Question 2: আগের অঙ্কটিতে শহরবাসী অযুগ্মতম (Odd) 15 মিনিট এ 5 জন আর যুগ্মতম (Even) 15 মিনিট এ 10 জন করে খবর দিলে, দুপুর 12.00 a.m এ কতজন খবরটি পাবে ? [ যেমন 10.15 a.m, 10.45 a.m ... হল অযুগ্মতম আর 10.30 a.m , 11.00 a.m ,... হল যুগ্মতম ]
ধরাযাক, প্রথম ব্যাক্তিটি সকাল 10 a.m তে খবরটি জানতে পারলো । সেই ব্যক্তিটি তার ঠিক 15 মিনিট পরে আরো তিন জন কে খবর টি দিলো । এখন এই নতুন তিন জন প্রত্যেকে আরো তিন জনকে খবর টি জানালো । যদি এই ভাবে খবরটি ছড়িয়ে পড়ে, তাহলে দেখাযাক কত সময় লাগে সমস্ত শহরে খবরটি ছড়িয়ে পড়তে ।
10.00 a.m ------------> 1 জন
10.15 a.m ------------> 1+3 জন = 4 জন
10.30 a.m ------------> 4+(3✕3) জন = 13 জন
10.45 a.m ------------> 13+(9✕3) জন = 40 জন
11.00 a.m ------------> 40+(27 ✕3) জন =121জন
সুতরাং দেখা যাচ্ছে মাত্র এক ঘন্টাতে 121 জন জানতে পারলো । এইভাবে চলতে থাকলে দেখা যাবে যে , 12.30 p.m এ 88,843 জন জানতে পারবে । এই পুরো বিষয়টা আসলে নীচের সংখ্যাগুলির যোগফল ।
এই যোগফলটি আসলে কিছু সসীম পদের সমষ্টি এবং গুণোত্তর প্রগতি । সুতরাং তার যোগফল আমরা গুণোত্তর প্রগতির সূত্র ব্যবহার করে নির্ণয় করতে পারবো ।
গুণোত্তর প্রগতির সমষ্টির সূত্র :
আমাদের ক্ষেত্রে , a = 1 এবং r=3 |
10.00 a.m তে n =1, যোগফল = 1-3 ⁄ 1-3 =1;
10.15 a.m তে n=2, যোগফল = 1-3^2 ⁄ 1-3 =4;
10.30 a.m তে n=3, যোগফল = 1-3^3 ⁄ 1-3= 13;
এইভাবে যেকোনো n এর মান বসিয়ে সামষ্ঠি বার করা যাবে । এখন একজন ব্যাক্তি তিনজন এর পরিবর্তে যদি 4 জন , 5 জন বা 10জন কে খবর দেয়, তাহলে খুব সহজেই আমরা মোট সংখ্যাটা বার করতে পারবো ।
---------------------------------------------------
Question 1: আগের অঙ্কটিতে শহরবাসী যদি একসাথে 5 জনকে খবরটি দিতো তাহলে সকাল এগারটাতে কতজন শহরবাসী খবরটি পেতেন ?
Question 2: আগের অঙ্কটিতে শহরবাসী অযুগ্মতম (Odd) 15 মিনিট এ 5 জন আর যুগ্মতম (Even) 15 মিনিট এ 10 জন করে খবর দিলে, দুপুর 12.00 a.m এ কতজন খবরটি পাবে ? [ যেমন 10.15 a.m, 10.45 a.m ... হল অযুগ্মতম আর 10.30 a.m , 11.00 a.m ,... হল যুগ্মতম ]
2 Comments
Nice blog... Magical interesting facts...
ReplyDeleteThank you.
DeletePlease do not enter any spam link in the comment box